পশ্চিম বর্ধমান আসানসোল দামাগোড়ি কোলিয়ারি

বঙ্গবার্তা ব্যুরো,
কোল ইণ্ডিয়ার বিসিসিএল সংস্থায় শুরু হয়েছে সেফটি পাখোয়াড়া! ১৫ দিনের সেফটি পাখোয়াড়া পালন করা হচ্ছে!সেই উপলক্ষ‍্যে বুধবার দামাগোড়িয়া কোলিয়ারিতে সংস্থার পর্যবেক্ষক দল উপস্থিত ছিলেন। তারা কোলায়ারিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা তথা মাইন সেফটির বিষয়টি খতিয়ে দেখবেন। পরবর্তী ক্ষেত্রে সমস্ত রিপোর্ট ডিজিএমএস এর কাছে তুলে দেবেন। সেই অনুযায়ি কুলটির দামাগোড়িয়া কোলিয়ারিতে পর্যবেক্ষকদের স্বাগত জানাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে কোলিয়ারির প্রোজেক্ট ম‍্যানেজার ধর্মেন্দ্র তিওয়ারি বলেন তাদের প্রধান লক্ষ‍্য সুরক্ষিত কোলমাইন। শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধান উদেশ্য। কোনো দুর্ঘটনা হলে তার সুরক্ষা বা উদ্ধারকার্য কিভাবে চালানো হয় তা ডেমো করে দেখানো হয়।