বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
আহান পাণ্ডে ও আনীত পাড্ডা। বলিউডের নতুন জুটি। তাদের অভিনীত রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ এখন ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ ছবিটি মুক্তির আগেই প্রি সেলসে চমক দেখিয়েছে। অনেক বলিউড তারকা ভিত্তিক ছবিকেও পেছনে ফেলেছে এটি।
বিশেষ করে ছবির সংগীত, ট্রেলার এবং টিকিট মূল্যে ছাড় সবকিছু মিলিয়ে শুরুর দিনেই বক্স অফিসে বড়সড় নজির গড়তে চলেছে সাইয়ারা।
পরিচালক মোহিত সুরি বরাবরই গানে, চমৎকার অভিজ্ঞতার জন্য পরিচিত। সাইয়ারা ও তার ব্যতিক্রম নয়। ছবির শিরোনাম গান ইতোমধ্যেই চার্টবাস্টারে পরিণত হয়েছে। অন্য গানগুলোও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তরুণ দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
ছবির ট্রেলারও প্রশংসা কুড়িয়েছে। আশিকি ২ এর আবহ পাওয়া গেছে এতে। একটি তীব্র আবেগপ্রবণ বলিউডি প্রেম কাহিনি বলে মনে হয়েছে। এই দুই উপাদানই মিলিয়ে ছবিটির প্রতি এক আলাদা কৌতূহল তৈরি করেছে।
সংগীত ও ট্রেলার দিয়ে যখন আলোচনায় উঠে এসেছে সাইয়ারা তখনই প্রযোজকরা আরও এক ধাপ এগিয়ে যান প্রথম দিনের টিকিটের দামে বড়সড় ছাড়ের ঘোষণা করে। এর ফলাফলও মিলেছে হাতে-নাতে।
১৬ ই জুলাই বিকেল ৫টা পর্যন্ত ভারতের প্রেক্ষাগৃহগুলিতে ছবিটির অ্যাডভান্স বুকিং হয়েছে প্রায় ১.৫৫ কোটি টাকা। বিক্রি হয়েছে ৫৬ হাজারেরও বেশি টিকিট। ছবি মুক্তির দিনে টিকিট কাউন্টারেও হবে উপচে পড়া ভিড় হবে আশা নির্মাতাদের।
এই সব অনুকূল পরিস্থিতি মাথায় রেখে, সাইয়ারা ভারতে প্রথম দিনেই ১৪ থেকে ১৬ কোটি টাকার নেট আয়ের লক্ষ্য ছুঁতে পারে বলে অনুমান বিশ্লেষকদের। যদি তা হয়, তবে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জান্নভি কপুর ও ঈশান খাট্টার অভিনীত ধড়ক এর ৮.৭১ কোটির রেকর্ড। যা ছিল কোনো অভিষেক অভিনেতা অভিনেত্রীর জন্য বলিউডে সবচেয়ে বড়। সফল সূচনা।
ছবিটি আগামীকাল মুক্তি পাবে। বর্তমানে ছবিটি ভারতে প্রায় ২৭০০ শো-তে প্রদর্শিত হওয়ার জন্য প্রস্তুত। চাহিদা বাড়লে শো সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।