উইম্বলডনে খেলায় থাকলেন সাক্ষী, লন্ডনে ফাঁস হল বিরুস্কার ঠিকানা

বঙ্গবার্তা ব্যুরো ,সন্দীপ সুর

ছবি- সমাজমাধ্যম

বিরাট কোহলি এক মাস আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন পরিবার নিয়ে লন্ডনে আছেন।মূলত খেলা না থাকলে এখন পাকাপাকিভাবে লন্ডনেই থাকেন বিরাট–অনুষ্কা। কিন্তু কোথায় থাকেন তাঁরা লন্ডনে। তাদের ঠিকানা ফাঁস হয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট ফাঁস করেছেন কোহলির বাড়ির ঠিকানা। তাঁর মতে, কোহলি থাকেন সেন্ট জন্‌স উড এলাকায়।

ইংল্যান্ডে থাকলেও এখনও পর্যন্ত ভারতের কোনও টেস্ট দেখতে যাননি কোহলি। তবে উইম্বলডন দেখতে গিয়েছিলেন সোমবার। সেন্টার কোর্টে স্ত্রী অনুষ্কা শর্মাকে পাশে নিয়ে দেখেন নোভাক জকোভিচের ম্যাচ। বিগত কয়েক বঠর ধরেই লন্ডনেই থাকেন তারকা দম্পত্তি। গত কয়েকদিন ধরে লন্ডনের পথে তাঁদের হেঁটে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। সোমবার তাঁদের দেখা গেল উইম্বলডনের গ্যালারিতে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জেতা জকোভিচ সম্পর্কে কোহলি বলেন, ‘অনবদ্য ম্যাচ।

তবে যোদ্ধারা তো এভাবেই খেলে থাকে।’ একইসঙ্গে উইম্বলডন সম্পর্কে কোহলি বলেন, বিশ্বকাপের ম্যাচ বা ভারত-পাকিস্তান ম্যাচে যেরকম চাপ থাকে, ঠিক সেই চাপ থাকে উইম্বলডনের ম্যাচেও। কারণ সেন্টার কোর্টে খেলতে নামা তারকাদের খুব কাছে দর্শকরা বসেন। তাদের নিয়ে কিছু বললে সেটা খেলোয়াড়রা শুনতে পান।

গিলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক সম্পর্কে লিখেছেন, ভালো খেলেছো স্টার বয়। ইতিহাস নতুন করে লিখলে তুমি। এখান থেকে আরও এগিয়ে যাও। তুমি এটা সবকিছুই প্রাপ্য।

01:59