জোর করে সলমন খানের শুটিং সেটে ঢোকার চেষ্টা, গ্রেফতার ব্যক্তি

নিরাপত্তা বলয় ভেঙে মুম্বইয়ে সলমন খানের শুটিংয়ের সেটে ঢোকার চেষ্টা করল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৷ জানা গিয়েছে, মুম্বইয়ের দাদরে বুধবার রাতে সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলেই হাতাহাতিতে জড়ায় ওই ব্যক্তি ৷ এই ঘটনায় শুটিং সেটে আতঙ্ক ছড়ায় ৷ কারণ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সলমন সয়ং ৷ অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকিও দেয় সে ৷ এর পরই সলমন খানের নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয় ৷ এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মুম্বইয়েরই বাসিন্দা বলে জানা গিয়েছে৷