বঙ্গবার্তা ব্যুরো:
ছবি সোশ্যাল মিডিয়া
কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে চোট পাওয়া সন্দেশ ঝিঙ্গনের বৃহস্পতিবার অস্ত্রোপচার হয়েছে। সন্দেশের চোট নিয়ে ক্লাব বনাম ফেডারেশনের সংঘাত শুরু হয়েছিল। কিন্ত শেষ পর্যন্ত সংঘাতে ইতি টানল এআইএফএফ । ডাক্তারদের সঙ্গে কথা বলে সন্দেশের দ্রুত অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, সন্দেশ ঝিঙ্গানের গালের হাড়ের সফল অস্ত্রোপচার হয়েছে।
কিন্ত কবে মাঠে ফিরতে পারবেন সন্দেশ? আপাতত গোয়ার হয়ে এসিএলের ম্যাচে এবং এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিরুদ্ধেও খেলতে পারবেন না। সুপার কাপ বা আইএসএলে কতটা খেলতে পারবেন সেটা নিয়েও প্রশ্ন আছে।
এক বিবৃতিতে ফেডারেশেনর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সন্দেশের দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। এআইএফএফ এবং এফসি গোয়া তাঁর পাশে রয়েছে। তাঁর সেরে উঠার পথে সব রকম সহযোগিতা করা হবে ফেডারেশন এবং এফসি গোয়ার পক্ষ থেকেও। ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে চাপে পড়ে অবশেষে বিবৃতি দিল ফেডারেশন।
মাঝে জানা গিয়েছিল সন্দেশের অস্ত্রোপচারের খরচ বহন করবে না ফেডারেশন, কারণ কাফা কাপ ফিফা অনুমোদিত টুর্নামেন্ট নয়, অন্যদিকে এফসি গোয়ার পক্ষ থেকেও হাত তুলে নেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআইকে এফসি গোয়ার সিইও জানিয়েছেন, বৃহস্পতিবারই সন্দেশের অস্ত্রোপচার হয়েছে।
এফসি গোয়ার প্রথম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ম্যাচে খেলতে পারবেন না এবং ভারতের সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বৈত এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচগুলোতেও তাঁর অংশগ্রহণ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। সন্দেশের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে না পাওয়াটা খালিদ জামিলের কাছে বড় ধাক্কা হবে।

