রূপান্তরের পর ফিরতে চান ২২ গজে, বিসিসিআই-আইসিসিকে আবেদন সঞ্জয়ের সন্তানের

Published by Subrata Halder, 19 June 2025, 07:12 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আগেই পুরুষ থেকে মহিলা হয়েছেন, লিঙ্গ পরিবর্তন করেছেন। এবার ক্রিকেটের ২২ গজে ফিরতে চান সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া। গত বছর নিজেই জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের কথা। এর জন্য অনেক কটাক্ষ হজম করতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তানকে। সেই তিনি এবার খেলতে চান মহিলাদের ক্রিকেটে। আর সে ব্যাপারে আবেদন করলেন আইসিসি এবং বিসিসিআইয়ের কাছে।
অনয়া জানিয়েছেন, রূপান্তরিত মহিলা ক্রীড়াবিদ হিসাবে একটি বিজ্ঞানভিত্তিক রিপোর্ট আমি সকলের সামনে আনছি। গত কয়েক বছরে হরমোনের চিকিৎসার পর পরিকল্পিত ভাবে শারীরিক পরিবর্তন হয়েছে আমার। এই রিপোর্টে আমার রূপান্তরের বাস্তব প্রভাব দেখানো হয়েছে। কারও মতামত বা অনুমান নয়, স্রেফ তথ্য রয়েছে।
একই সঙ্গে তিনি লিখেছেন, সম্পূর্ণ স্বচ্ছতা এবং আশা নিয়েই আমি বিসিসিআই এবং আইসিসি’র কাছে এই রিপোর্ট জমা দেব। আমার আসল লক্ষ্য হল, উপযুক্ত তথ্যের ভিত্তিতে কথা শুরু করা। আপনি একমত হন বা না হন, সাক্ষী থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
অনয়া অতীতে যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানদের মতো ভারতীয় ক্রিকেটের পরিচিত তারকাদের সঙ্গে ২২ গজ ভাগ করেছেন। খেলেছেন মুম্বইয়ের ক্লাব ক্রিকেট। তাই শুধু নিজের বাবার সূত্রেই নয়, অনয়া নিজেও ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এখনও পর্যন্ত ট্রান্সজেন্ডার মহিলাদের জন্য কোনও ক্রিকেট খেলা চালু হয়নি। সেকারণে খানিকটা দুঃখও প্রকাশ করেছেন আগেই। রূপান্তরকামী মহিলা ক্রিকেটারদের ক্রিকেট খেলার কোনও সুবিধা না থাকার কারণে প্রশ্ন তুলেছেন তিনি।

06:42