ধোনির বিকল্প ভাবতে হবে চেন্নাই সুপার কিংসকে

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

বঙ্গবার্তা ব্যুরো- আইপিএলে দল বদল করছেন না সঞ্জু স্যামসন। ২০২৫ সালের আইপিএলের পর থেকেই ৩০ বছরের উইকেটকিপার ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছিল, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, রাজস্থানেই থাকছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান সঞ্জুকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চেন্নাইয়ে তাঁকে বিক্রি করা হবে না। দলের এক কর্তা বলেছেন, “সঞ্জু বা অন্য কোনও ক্রিকেটারকেই এখন সরাসরি বিক্রি করার কথা ভাবছে না রাজস্থান। দলের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই দেখা হয় সঞ্জুকে। তা ছাড়া ও দলের অধিনায়কও।”

সঞ্জু ভারতের টি-টোয়েন্টি দলে ধারাবাহিক ভাবে ওপেন করেন। তা ছাড়া, রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও সম্পর্ক ভাল। সে কারণেই তাঁকে রেখে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ছয় বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। আইপিএলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। প্রতি বছরের শুরুতেই একটা আশঙ্কা থাকে। এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ বছর? গত দু’তিন বছর ধরে একই পরিস্থিতি চলে আসছে।

এদিকে দ্য হান্ড্রেডের চলতি মরশুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রাক্তন পাকিস্তানি তারকা মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। তাঁদের খেলতে দেখা যাবে নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে। ঘটনাচক্রে এই দলের মালিক সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান গ্রুপ। ফলে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে।