রাজস্থান রয়্যালস ছাড়তে চান স্যামসন, নিতে আগ্রহী দুটি দল

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

আইপিএলের আগামী নিলামের আগে রাজস্থান ছাড়তে চান সঞ্জু স্যামসন। তাঁকে বিক্রি করে দেওয়ার জন্য বা নিলামের আগে ছেড়ে দেওয়ার আবেদন করেছেন। অধিনায়কের এমন আর্জিতে কিছুটা বিপাকে রাজস্থান কর্তৃপক্ষ। ২০১৩ সাল থেকে রাজস্থানের হয়ে আইপিএল খেলছেন সঞ্জু। ২০১৬ এবং ২০১৭ মরশুমে খেলেন দিল্লি দলের হয়ে আইপিএলে খেলেছেন।

আইপিএলের গত সংস্করণে রাজস্থান রয়্যালস ক্যাপ্টেনের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যে কিছু একটা সমস্যা হয়েছে, তা বোঝা গিয়েছিল। টিমের অনেক সিদ্ধান্তেই মত ছিল না ক্যাপ্টেনের। তাঁকে সেই অর্থে গুরুত্বও দেওয়া হয়নি। মরসুমের প্রথম তিন ম্যাচে ফুল ফিট না থাকায় স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলেছিলেন। সূত্রের খবর, আইপিএল শেষেই টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন অধিনায়ক সঞ্জু।

যদিও পরিষ্কার কোনও জবাব মেলেনি। মনে করা হচ্ছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজস্থান ছাড়লে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল সঞ্জু স্যামসনের। এখনও অবধি পরিস্থিতি সেদিকেই ঝুঁকে রয়েছে। যদিও সঞ্জুকে পেতে আগ্রহী কেকেআরও। , ২০১২ সালে কেকেআরের হয়েই সঞ্জুর আইপিএল জীবন শুরু।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সামনে এখন বিকল্প দুটি। হয় স্যামসনকে অন্য কোনো দলে ‘ট্রেড’ করে দেওয়া হবে, না হয় তাঁকে সরাসরি আইপিএল এর নিলামে ছাড়া। ট্রেড হলে সেটা হতে পারে নগদ অর্থে বা খেলোয়াড় অদলবদল করে।আইপিএলের রিটেনশন ডেডলাইন নভেম্বর মাসে, অর্থাৎ স্যামসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজস্থানের হাতে এখনো প্রায় দুই মাস সময় আছে।বর্তমানে স্যামসন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।