বঙ্গবার্তা ব্যুরো,
বাঙালির সরস্বতী পুজো কবে যে ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেল তা কেউ বলতে পারবে না। নামের বদল হলেও রীতির বদল কিন্তু আজও হয় নি। আজও এই দিনে উঠতি বয়সের ছেলে-মেয়ে থেকে তারকা সবার মনেই বোধহয় প্রেম আসে। নিজেদের সোস্যাল মিডিয়ায় সে কথা জানাতে ভুলছেন না তাঁরা। রবিবার তেমনই এক পোস্ট সকলের নজর কেড়েছে।
অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন।সেই পোস্ট ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। এদিন তিনি নিজের পোস্টে শুধু ছবি নয়, বহু চেনা এক গানের কলিও জুড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সখী ভাবনা কারে বলে । ক্যাপশনে লিখেছেন, সখী ভাবনা কাহারে বলে , সখী যাতনা কাহারে বলে,তোমরা যে বল দিবস-রজনী, ভালবাসা ভালবাসা, সখী ভালবাসা কারে কয়, সেকি কেবলই যাতনাময়…
পোস্টে নিজের সাজেরও ছবি দিয়েছেন মিমি। তবে তাঁর সাজের চেয়ে লেখা নিয়ে আলোড়ন বেশি হচ্ছে অনুরাগীদের মধ্যে। সকলেই জানতে চাইছেন তবে কি নায়িকা সত্যিই প্রেমে পড়লেন।
মিমি নিজেই তাঁর একা থাকার কথা জানিয়েছিলেন, এবার কিন্তু তাঁর জীবনে নতুন প্রেমের ইঙ্গিত দিলেন। জানা যাচ্ছে সত্যিই তিনি প্রেমে পড়েছেন। তবে সে বিনোদন জগতের কেউ নয় বলেই সূত্রের খবর। এখন দেখার এই প্রেমের পরিণতি কী হয়।