বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধুর ব্যর্থতা ঢেকে দিলেন সাত্ত্বিক – চিরাগ জুটি

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর-

ছবি সোশ্যাল মিডিয়া

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধুর ব্যর্থতা অব্যাহত। কিন্তু ইতিহাস গড়লেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।শুক্রবার রাতে মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং উই ইক সোহকে ভারতীয় জুটির ঝড়ের সামনে দাঁড়াতেই পারলেন না। খেলার ফলাফল ২১-১২, ২১-১৯। ম্যাচ জিততে তাঁরা মাত্র ৪৩ মিনিট সময় নেন। এই জয়ের ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর থেকে ভারতের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত।২০২২ সালে টোকিওতে ব্রোঞ্জ পদক জিতেছিল।

অন্যদিকে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু। শুক্রবার ইন্দোনেশিয়ার পুত্রী ওয়ার্দানির কাছে হার ভারতীয় শাটলারের। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এবং দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর সময়টা ভাল যাচ্ছিল না। ২০২৫ সালের জাপান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান হায়দরাবাদি তারকা। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী সিম উ জিনের কাছে হেরে যান সিন্ধু।

বিশ্বের ক্রমতালিকায় ভারতের তারকা শাটলার ১৬ নম্বরে। স্ট্রেট গেমে সিন্ধুকে হারান দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। খেলার ফল ২১-১৫, ২১-১৪। দক্ষিণ কোরিয়ার সিম উ জিন ১৪ নম্বর। জুনে ইন্দোনেশিয়া ওপেনের পরে এটাই ছিল সিন্ধুর প্রথম ম্যাচ।

৬৪ মিনিটের লড়াইয়ের শুরুটা ভাল হয়নি সিন্ধুর। বিশ্বের নবম বাছাই ওয়ারদানির বিরুদ্ধে যে পঞ্চদশ বাছাই সিন্ধু দাপট দেখাতে পারবেন না তা বোঝা যাচ্ছিল। প্রথম গেমে শুরু থেকে পর পর পয়েন্ট তুলে এগিয়ে যান ওয়ারদানি। তিনি বার বার সিন্ধুকে নেটে টেনে আনছিলেন। তাতে সমস্যা হচ্ছিল ভারতীয় খেলোয়াড়ের।