হজে গিয়ে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশার

Published By Subrata Halder, 14 June 2025, 10:31 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশা সলমান বিন আবদুল আজিজ। ইরানের উপর ইজরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন তিনি। যতদিন পর্যন্ত ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন, ততদিন এই সহায়তা দেওয়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশা।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে ইজরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আকাশপথ বন্ধ থাকার বিষয়টি জানতে পেরেছেন বাদশা। তাই তিনি আটকে পড়া হাজিদের ব্যাপারে শুক্রবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সির মতে, ইরানি হাজিদের সহায়তার পরিকল্পনা বাদশা সলমানের সামনে উপস্থাপন করেন যুবরাজ মোহাম্মদ বিন সলমান। এরপর বাদশাহ নির্দেশ দেন, হাজিদের জন্য যা যা প্রয়োজন তা যেন সরবরাহ করা হয়।
এই দায়িত্ব দেওয়া হয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। মন্ত্রণালয় নিশ্চিত করবে, এসব হাজি যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সম্মানের সঙ্গে সৌদিতে অবস্থান করতে পারেন। যতদিন না ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দেশে ফিরে যেতে পারেন ততদিন এই হাজিরা সৌদিতে থাকতে পারবেন।
প্রতি বছর হজে অংশ নিতে হাজার হাজার মানুষ ইরান থেকে সৌদি আরবে আসেন। এ বছরও ১৬ লাখেরও বেশি মুসলিম হজে অংশ নেন, তাদের মধ্যে ইরানি নাগরিকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। চলতি বছরের হজ আনুষ্ঠানিকভাবে সোমবার শেষ হয়। কিন্তু এর কিছুদিন পরেই ইজরায়েলের পক্ষ থেকে ইরানে অভিযান চালানো হয়, যার কারণে তেহরান আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে বহু ইরানি হাজি হজ শেষ করেও দেশে ফিরতে পারছেন না।
তবে, আন্তর্জাতিক স্তরে ইরানের সমর্থন বাড়ছে। সৌদি আরব, তুরস্কসহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার ইরানের পাশে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট ইরানের ওপর ইজরায়েলের আক্রমণকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ বলে নিন্দা করেছেন। তবে উত্তজনা বাড়ছে মধ্য প্রাচ্য জুড়েই।

01:53