এশিয়া কাপে পাকিস্তান দলে নতুন মুখদের সুযোগ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করল পিসিবি। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজেও একই দল খেলবে। দল থেকে বাদ পড়লেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। এই দুই সিনিয়র ক্রিকেটারকে এশিয়া কাপের দলে রাখলেন না।

পাক দলের কোচ মাইক হেসন ‘বাবর প্রথম ওয়ানডেতে ভালো খেলেছিল, তবে পরের দুই ম্যাচে ভালো খেলতে পারেননি। কিছু ক্ষেত্রে বাবরকে উন্নতি করার জন্য বলা হয়েছে, বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলার ধরন এবং স্ট্রাইক রেটের বিষয়ে। এগুলো নিয়ে সে খুব কঠোর পরিশ্রম করছে।’

বাবর শেষ টি২০ বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন। টি২০ ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান আছে বাবরের। ৩৬টি অর্ধশতরানের সঙ্গে আছে ৩টি সেঞ্চুরিও। এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান। এই গ্রুপেই রয়েছে ভারত। বাকি দুই দল ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।

পাকিস্তান দল : সালমান আলি আঘা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটকিপার), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, সাইম আইয়ুব এবং সালমান মির্জা।