মহিলার সঙ্গে অশালীন ব্যবহার, গুরুতর অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছবি- যশ দয়াল ফেসবুক

সমস্যা বাড়ল আরসিবির ক্রিকেটার যশ দয়ালের। আগেই তাঁর বিরুদ্ধে এক মহিলাকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে মামলা হল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলা আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

অভিযোগকারী শেষমেশ মুখ্যমন্ত্রীর জন-অভিযোগ পোর্টালে অভিযোগ দাখিল করেন । সেই সূত্র ধরেই পুলিশের কাছে আসে নির্দেশ এবং রবিবার গভীর রাতে এফআইআর দায়ের হয়।

ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগকারিনী তাঁর কাছে থাকা বেশ কিছু তথ্যপ্রমাণ—কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি—সবকিছু ওই তরুণী ইতিমধ্যে জমা দিয়েছেন পুলিশের হাতে।

মহিলাটির অভিযোগ, বিয়ের নাম করে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন দয়াল। এরপর যখন অন্য মেয়েদের বিষয়ে জানতে পারেন, তখন শুরু হয় এড়িয়ে যাওয়া, মানসিক অত্যাচার। এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন।
তাঁর বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে।

মহিলাটি আরও বলেন, ‘আমি যখন সব প্রশ্ন করছিলাম, তখন আমাকে চুপ করাতে মারধর করেছিল। মানসিকভাবে ভেঙে পড়ি।আমি অত্যন্ত সততা এবং দায়বদ্ধতার সঙ্গে এই সম্পর্ক মেনে চলেছি। কিন্তু আর পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার, কারণ আমি এই মানসিক যন্ত্রণা নিতে পারছি না। ওর পরিবার আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিতে থেকেছে।

গাজিয়াবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হবে এবং পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষাও করানো হবে।

15:46