বঙ্গবার্তা ব্যুরো,
আমাদের এখানে ঠান্ডার দিন প্রায় শেষ হয়ে গেলেও তুরস্কে এখন শীতকাল।গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া তুষারঝড় এখনও অব্যাহত। তুরস্ক কার্যত তুষারের ঘন চাদরে চাপা পড়েছে। এমন পরিস্থিতিতে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জারি করা হয়েছে সতর্কতা। সাদা বরফে ঢেকে গেছে ইস্তাম্বুল ও সুলতানগাজিসহ কয়েকটি শহর, জীবনযাত্রা প্রায় থমকে গেছে।
একটানা তিনদিন ধরে চলা তীব্র তুষারঝড়ে বরফে সাদা হয়ে গছে ইস্তাম্বুলের পুরো অঞ্চল। গাছপালা থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট সবই যেন গ্রাস করেছে শুভ্র বরফ। তুষারপাতের কারণেই বাতিলের পাশাপাশি দেরিতে চলছে ইস্তাম্বুল বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট। সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। গোটা সপ্তাহ ধরেই তুষারঝড় অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেদেশের আবহাওয়া দফতর।
তীব্র তুষারঝড়ের কবলে তুরস্ক, থমকে স্বাভাবিক জীবনযাত্রা, জারি সতর্কতা
