পীযূষ চক্রবর্তী,
ফের বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এক তরুণীর। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি আইসিসির কাছে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি জেনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন।
শ্লীলতাহানির দৃশ্য সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে ।বঙ্গ বার্তা অবশ্য ফুটেজের সত্যতা যাচাই করেনি। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ওই তরুণী এবং তাঁর এক বন্ধুকে যৌন হেনস্থা করা হয়। এই ঘটনায় তিনি অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। তরুণীর অভিযোগ, ওই ছাত্রনেতাকে তিনি চেনেন না। এর আগেও তাকে ওই ছাত্রনেতা হেনস্থা করেছেন বলে তরুণীর দাবি। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তরুণীকে যৌন হেনস্থা, অভিযুক্ত ছাত্রনেতা
