লন্ডনে শুটিং এ আহত শাহরুখ, চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি

বঙ্গবার্তা ব্যুরো,

শাহরুখ খান। ছবি: সংগৃহীত


লন্ডনে শুটিংয়ের সময় গুরুতর আহত বলিউড অভিনেতা শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের নতুন সিনেমা কিং এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ।সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। কয়েক মাস ধরেই লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে আঘাত পেয়েছেন শাহরুখ । পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।

মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে জানানো হয়নি।

গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আঘাত পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সেই কারণেই আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে।

যেহেতু পেশির ছোট তাই আগামী এক মাস সময় লাগতে পারে তার সম্পূর্ণ সুস্থ হতে। তারপরে পুরোদমে কাজ করতে পারবেন। তাই কিং সিনেমার পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর,
বলে প্রোডাকশনের তরফে অনুমান করা হচ্ছে।

21:15