মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ শামি, কী লিখলেন তারকা পেসার?

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই থাকেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। হাসিনের সঙ্গে আইনি ঝামেলার কারণে তাদের মেয়ে আপাতত মায়ের সঙ্গেই থাকে।ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ও মেয়ের একার বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শামি। সন্তানের থেকে দূরে থাকা কতটা কষ্টের! মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তায় অন্তরের সব উজার করে দিয়েছেন।

এবার মেয়ে আইরার ১০ বছরের মেয়ের জন্মদিনে তাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন শামি। সোশ্যাল মিডিয়ায় ভারতের তারকা পেস বোলার এখনও আমার সেই সব রাতগুলো মনে আছে যখন আমরা জেগে থাকতাম, কথা বলতাম, হাসাহাসি করতাম এবং বিশেষ করে তোর নাচ উপভোগ করতাম। বিশ্বাসই হচ্ছে যে তুই এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। তোর জীবনে সব সময় ভাল কিছু হোক এটাই চাই।

সোশ্যাল মিডিয়ায় শামির প্রোফাইলে নিজের থেকেও বেশি মেয়ে আইরার ছবি দেখতে পাওয়া যায়।ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ও মেয়ের একার বিভিন্ন মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শামি। সন্তানের থেকে দূরে থাকা কতটা কষ্টের! মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তায় অন্তরের সব উজার করে দিয়েছেন। সম্প্রতি দেশের ক্রিকেট তারকা মহম্মদ শামিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের জন্য ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

23:02