বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
চলতি ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি মহম্মদ শামি। ভারতীয় দলের জার্সিতে শামি আদৌও খেলতে পারবেন কিনা তারও কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যে শোনা যাচ্ছে, পরেরবার আইপিএলের হায়দরাবাদ দল থেকেও বাদ পড়তে পারেন বাংলার পেসার! সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচের কথায় সেই ইঙ্গিতই পাওয়া গেল।
নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন। এটা ঘটনা, বরুণ হায়দরাবাদের নতুন বোলিং কোচ হওয়ার পর তাঁর সেই পুরনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। হায়দরাবাদের সমর্থকদের মতে, বরুণ জানিয়েছিলেন, জাতীয় দলের তারকা পেসারকে ছেড়ে দেওয়া উচিত। এখন তো তিনি নিজেই কোচ। পরের মরসুমে বোলিং আক্রমণ কেমন হবে তা তিনিই ঠিক করবেন।
বরুণ বলেছিলেন, আমি অবশ্যই বলব মহম্মদ শামি। কারণ ও কেরিয়ারের প্রায় শেষের দিকে চলে এসেছে। ফিটনেশ নিয়ে সমস্যায় পড়েছে। তার পাশাপাশি ঈশান কিষানকেও হয়তো বাদ দেওয়া হতে পারে। তাঁকে এসআরএইচ প্রচুর টাকা দিয়ে কিনেছে। এবার তাঁকে নিলামে পাঠিয়ে দিয়ে আরও কম দামে কিনতে পারে।
গত বছরের বড় নিলামে শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল হায়দরাবাদ।
শুরুর দিকের ম্যাচে তাঁকে খেলানোও হয়েছিল। কিন্তু ভাল খেলতে পারেননি শামি। ৯ ম্যাচে ৫৬.১৬ গড়ে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি। প্রচুর রান দিয়েছেন। শেষ দিকে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখতে হয়েছে। পরের মরশুমে আইপিএল দল থেকেও বাদ যেতে পারেন শামি।