শামির টেস্ট কেরিয়ার শেষ, স্পষ্ট জানালেন কোচ গম্ভীর

শামির টেস্ট কেরিয়ার শেষ, স্পষ্ট জানালেন কোচ গম্ভীর

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি-বিসিসিআই ফেসবুক পেজ

বিরাট কোহলি রোহিত শর্মা, আর অশ্বিনরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতীয় টেস্ট দলে এখন ব্রাত্য মহম্মদ শামিও। বুমরার উপর অতিরিক্ত ওয়ার্কলোড কমাতে তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে সব টেস্টে খেলানো হবে না। কিন্তু তারপরেও শামিকে দলে রাখা হয়নি। কারণ তরুণ পেসারদের উপরে ভরসা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই আবহাওয়ায় শামির লাল বলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল শামিকে। এর পরে সীমিত ওভারের ক্রিকেটে শামি খেললেও পাঁচদিনের ফরম্যাটে তাকে দেখা যায়নি।

জনপ্রিয় টিভি শো কপিল শর্মার শোয়ে অতিথি হিসেবে উপস্থিত গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, যুজবেন্দ্র চাহাল ও ঋষভ পন্থ। ভারতীয় দলের জামাইবাবু কাকে বলা হয় ? অর্থাৎ সবচেয়ে বেশি অভিযোগ করেন কোন ক্রিকেটার? এই প্রশ্নের উত্তরে শামির নাম করেন পন্থ। পাশে বসা ভারতীয় দলের কোচ বলেন, জামাইবাবু দু বছর হল ঘরে আসেনি। কিন্তু টেস্টের দরজা কি পুরোপুরি বন্ধই হয়ে গিয়েছে শামির জন্য? গম্ভীরের মন্তব্যে সেই বিতর্কও উঠছে।

যদিও পুরোটাই অবশ্য হাসি মজার ছলেই বলেন গম্ভীর। কিন্তু গম্ভীর ও পন্থের এই হাসি মজা শামির ক্রিকেট জীবনে যে বড়ো ধাক্কা হয়ে উঠছে তা নিঃসন্দেহে বলা যায়।

06:10