বঙ্গবার্তা ব্যুরো,
অবসরের ঘোষণা শরথ কমলের।
আর মাত্র কয়েকদিন। তারপরেই পাকাপাকিভাবে টেবিল টেনিস ব্যাট তুলে রাখবেন কিংবদন্তি শরথ কমল। বুধবার নিজের অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় টেবিল টেনিসের এই কিংবদন্তি।
চলতি মাসের শেষের দিকে চেন্নাইতে ডব্লুটিটি কন্টেন্ডার অনুষ্ঠিত হতে চলেছে। নিজের শহরে আয়োজিত হতে চলা এই প্রতিযোগিতায় শরথের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হতে চলেছে। কেরিয়ারের শুরুটাও নিজের শহর চেন্নাই থেকে করেছিলেন ৪২ বছরের এই যুবক। নিজের অবসর ঘোষণা করতে গিয়ে শরথ বলেছেন, আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা চেন্নাইতে খেলেছিলাম। শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা চেন্নাইতে খেলব। এই মাসের শেষে চেন্নাইতে হতে চলা ডব্লুটিটি কনটেন্ডারই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা।
দীর্ঘ দুই দশকের কেরিয়ারে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস সহ একাধিক প্রতিযোগিতায় পদক জিতেছেন শরথ। তবে পাঁচবার অলিম্পিক খেলেও পদক না পাওয়ার আক্ষেপটা থেকে গিয়েছে। এই প্রসঙ্গে ভারতীয় তারকা বলেন, আমি এশিয়ান গেমসেও পদক জিতেছি। কমনওয়েলথ গেমস থেকেও পদক পেয়েছি। কিন্তু অলিম্পিক পদক না পাওয়ার আক্ষেপটা থেকে যাবে। অবসর পরবর্তী সময়েও টেবিল টেনিসের সঙ্গে জড়িত থাকবেন বলে জানিয়েছেন শরথ।
টেবিল টেনিস থেকে বিদায় শরথ কমলের
