Published by Subrata Halder, 13 June 2025, 06:55 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ক্রমাগত আল টপকা মন্তব্য করে দলকে প্রায়ই অস্বস্তিতে ফেলছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। অতীতে দুবার শোকজ করা হয়েছিল তাকে। এমনকি পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নিজে সামনে বসিয়ে তার সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু নিজের আচরণ বদলান নি ভরতপুরে বিধায়ক। এই অবস্থায় নিজের ঘরে ডেকে লাস্ট ওয়ার্নিং এর চিঠি ধরিয়ে দেওয়া হল হুমায়ুনকে। এরপরে সংযত না হলে দল যে তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে পারে তাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেয়া হল বিধায়ককে। এদিন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের ঘরে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বসে। সেখানেই ডাকা হয় ভরতপুরের বিধায়ককে। সকলের সামনেই তাকে লাস্ট ওয়ার্নিং এর চিঠি ধরিয়ে দেওয়া হয়।ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া বার্তা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। বিতর্কিত মন্তব্যের জন্য তাকে শুধু সতর্ক করা নয়, এবার চিঠির ভাষা আরও কড়া। লেখা আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। এর আগে হুমায়ুনকে শোকজ এবং শৃঙ্খলারক্ষা কমিটির সামনে স্বশরীরে হাজিরা দিয়ে বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু হুমায়ুন আচরণ পরিবর্তন করেননি বলে অভিযোগ। তাই এবার কড়া বার্তা। হুমায়ুনকে চিঠি দেওয়া হয়েছে। তাতে সই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগ, গত কয়েকদিন ধরে হুমায়ুন কবীর বিভিন্ন সংবাদমাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন, যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই দলের শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে শৃঙ্খলারক্ষা কমিটির কড়া পদক্ষেপ। এবারে নির্দেশ না মানলে হুমায়ুনের বিধায়ক পদ সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ হতে পারে, দলীয় সূত্রের খবর। শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবীরকে নিজের ঘরের ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর তাকে দলের নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয় এবং চিঠিটি দেওয়া হয়েছে।
এদিন তৃণমূল কংগ্রেসের বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোভন দেব চট্টোপাধ্যায় জানান, আগেও আমরা হুমায়ুন কবীরকে একাধিকবার সতর্ক করেছি। কিন্তু তার আচরণের মধ্যে কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আগে দলের কাছে চিঠি লিখে জানিয়েছিল যে একই আচরণ সে আর করবে না। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে একই কাজ করে যাচ্ছে। এই অবস্থায় আজ তাকে জানিয়ে দেওয়া হলো সতর্ক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।
অন্যদিকে হুমায়ুন কবীর বিধানসভায় শোভন দেব চট্টোপাধ্যায়ের ঘর থেকে বেরিয়ে বলেছেন, এই চিঠি নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলবো না। তবে আমি কেন মুখ খুলি সে বিষয়ে বিস্তারিত প্রমাণ আমি দলের কাছে তুলে দেব। ফাইনাল ওয়ার্নিং নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে ফাইনাল সেমিফাইনাল বলে কিছু হয় না। আমি অন্যায় করিনা আর কোনো অন্যায় বরদাস্তও করি না। তিনি এও জানান কি কারণে তাকে মিডিয়াতে এসব বলতে হয় সে বিষয়টি তিনি পরিষদীয় মন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন। যখন শীর্ষ নেতৃত্বের কাছে অনুনয় বিনয় আবেদন নিবেদন করে কোন কাজ হয় না তখন মুখ খুলতে হয়।
এই বার্তা দেওয়ার পর আগেও এই তৃণমূল নেতার মধ্যে কোন পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। তৃণমূল কংগ্রেসের নতুন শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের পর স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল তৃতীয়বার শোকজের পরেও যদি সতর্ক না হয় সেক্ষেত্রে তার ওপর সাসপেন্ডের খাঁড়া নেমে আসতে পারে।