বঙ্গবার্তা ব্যুরো,
২০২৪ সালের ৫ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।সেই হিসেবে শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পূর্ণ হচ্ছে বুধবার। এত দিন অন্তরালে থাকলেও জানা যাচ্ছে এই প্রথম বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে বাংলাদেশ থেকে এসে ভারতে আশ্রয়ে নিলেও নিজেকে অন্তরালেই রেখেছেন মুজিবকন্যা শেখ হাসিনা। নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকলেও একবারের জন্য দেখা যায়নি তাঁকে। অবশেষে প্রকাশ্যে আসছেন বাংলাদেশের নির্বাচিত প্রধান মন্ত্রী।বেশ কয়েক দিন ধরেই দায়মুক্তি শিরোনামে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ।সংবাদমাধ্যমের খবর অন্যযায়ী এ বার বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে যে ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন হাসিনা। রাত ৯ টা থেকে শুরু হবে সেই ভাষণ।
অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে অবৈধ ইউনুস গং দ্বারা নির্যাতিত নেতা কর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মিত আয়োজন দায়মুক্তি।বিশেষ পর্ব – ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, রাত ৯টা। লাইভে যুক্ত হয়ে নেতা কর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন এবং নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
আর এই খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা।শেখ হাসিনা কী বক্তব্য রাখতে পারেন তা নিয়েও তৈরি হয়েছে নানা কৌতুহল। কট্টরবাদীদের মধ্যেও কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে।