বাংলাদেশে ফিরছেন হাসিনা, অভয় দলীয় কর্মীদের, ইউনূসের সমালোচনা

Sheikh Hasina addressing Awami League supporters during a virtual conference in 2025

Upload By K. Halder at 8th March 2025 ,01:05 PM


বঙ্গবার্তা ব্যুরো,
ফের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তবর্তী সরকারের বিরুদ্ধে সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা।তাঁর অভিযোগ ইউনূসের বাংলাদেশে আওয়ামী লীগ নেতানেত্রীদের নানা মিথ্যে মামলায় জড়িয়ে তাঁদের জেলবন্দি করা হয়েছে। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সমর্থকদের আশ্বস্ত করে বললেন, ”চিন্তা করবেন না। আমি আসতেছি।” ওই আলোচনাপর্বে দলীয় কর্মী-সমর্থকদের সমস্যার কথা শোনেন আওয়ামী লীগের নেত্রী। কর্মী-সমর্থকেরা দাবি করেন, তাঁদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলেছে। দলের ভার্চুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিয়েছেন তিনি।হাসিনার হুঙ্কার, ”সব অভিযোগের বিচার হবে।”


ক্ষমতাচ্যুত হয়ে দেশছাড়া হলেও শেখ হাসিনার নেত্রীসুলভ লড়াকু মনোভাব একটুও কমেনি বলে আলোচনা চলছে বিভিন্ন মহলে।দলকে কঠিন পরিস্থিতি থেকে ফের টেনে তুলতে বারবার ভোকাল টনিক দিয়ে চলেছেন আওয়ামী লীগের সভানেত্রী।সোমবার দলের ভার্চুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের কথা বলে হাসিনা জানিয়েছেন, “যাঁরা এই জঘন্য কাজ করেছেন, তাঁদের বিচার বাংলাদেশে হতেই হবে। সেটি আমরা করবই।”


ভার্চুয়াল সম্মেলনে ইউনূসকে ‘সুদখোর’, বলেও কটাক্ষ করেন হাসিনা।তাঁকে ‘মানবতা বিরোধী’, ‘গদ্দার’ বলেছেন মুজিবকন্যা। আওয়ামী লীগের নেত্রীর দাবি, “আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি। কিন্তু ইউনূস (করছেন) ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য।” ভার্চুয়াল আলোচনায় কর্মী-সমর্থকদের দুঃখ-দুর্দশার কথা শোনেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে চিন্তা করবেন না, আমি সব ঘটানার বিচার করব, আল্লা তাই বাঁচিয়ে রেখেছেন।

23:58