বঙ্গবার্তা ব্যূরো,
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আলাদা জায়গা করে নিয়েছেন। তাদের পরিচালনা এবং প্রযোজনা বাংলা ছবিকে অন্য মাত্রা এনে দিয়েছে। বরাবরই ভিন্ন স্বাদের ছবি দর্শকদের উপহার দিয়েছেন শিবু- নন্দিতা।
তাদের আগামী ছবি আমার বস এর মুক্তির অপেক্ষায় রয়েছেন বাংলা ছবির দর্শক। সূত্রের খবর মুক্তির আগেই এই ছবি রাজ্যসভার গ্রন্থাগার ভবনের বালযোগী প্রেক্ষাগৃহে দেখানো হবে ৩ রা মে বেলা তিনটের সময়। এর আগে এই জুটির আরও একটি ছবিও রাজ্যসভায় দেখানো হয়েছিল।
আমার বস ছবির মূল আকর্ষণ রাখি গুলজার। প্রায় ২২ বছর পর তিনি কোনও বাংলা ছবিতে ফের অভিনয় করছেন। ছবির মূল বিষয় আজ়কের সময়ে দাঁড়িয়ে সন্তানদের কাছে বাবা মায়েরা কতটা উপেক্ষিত। কর্পোরেট দুনিয়ায় টিকে থাকতে সন্তানেরা বেশিরভাগ সময়ই ভুলে যান যে বাড়িতে বাবা মা, অন্য বয়স্করাও আছেন। তাদের জন্যও কিছু সময় দেওয়া দরকার।
এই ছবি করতে এসে রাখী গুলজার খুব খুশি। শুটিং এর ফাঁকে তাঁকে আড্ডার মেজাজে শহরে ঘুরতে দেখা গেছে। সমাজ মাধ্যমে তার ফুচকা খাওয়ার ছবিও দেখা গেছে। কলকাতার সঙ্গে তার আজও গভীর অন্তরের আকর্ষণের কথা বলতে বলেন নি তিনি।