শেষ রক্ষা হলো না হোটেল থেকে পালিয়েও গ্রেফতার, অভিনেতা

Shine Tom Chacko drug arrest

Upload By K. Halder at 21th March 2025, 07:03 PM

বিনোদন ডেস্ক বঙ্গবার্তা

শাইন টম চ্যাকো মালয়ালম চলচ্চিত্র অভিনেতা কোচির একটি হোটেল থেকে পালিয়ে গিয়েও পুলিশের হাতে ধরা পড়লেন। কোচি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ওই মালায়ালাম অভিনেতাকে। তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে।

তবে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পান। তার ম্যানেজার জামিনের ব্যবস্থা করেছিলেন বলে খবর।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চ্যাকোর বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারা অনুযায়ী ২৭ (নেশাজাতীয় দ্রব্য সেবন) এবং ধারা ২৯ (সহযোগিতা ও অপরাধমূলক ষড়যন্ত্র)-এর আওতায় মামলা দায়ের হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহের বুধবার পুলিশের একটি অভিযানের সময় চ্যাকো ঘটনাস্থল থেকে পালিয়ে যান । বিষয়টি আলোচনায় এলে বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিনেত্রী ভিন্সি আলোশিয়াস কেরালা ফিল্ম চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ‘সূত্রবাক্যম’ ছবির সেটে চকো মাদক বা মদের প্রভাবে তার সঙ্গে অশোভন আচরণ করেছিলেন।

ভিন্সি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানান, তিনি ভবিষ্যতে আর কোনও মাদক বা মদ্যপানকারী সহ-অভিনেতার সঙ্গে কাজ করবেন না।

অন্যদিকে পুলিশ সূত্রের খবর, জামিন পেলেও টম চাকোকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ১৯ এপ্রিল সকালে এর্নাকুলাম নর্থ টাউন পুলিশ স্টেশনে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।

তবে তিনি হোটেলে থাকার কথা স্বীকার করেছেন। অভিনেতার দাবি, তিনি বোঝেননি যে পুলিশ অভিযান চালিয়েছে। ভয় পেয়েই তিনি পালিয়ে গিয়েছিলেন। তার পালিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়।

পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে ওই হোটেলের চারতলায় একটি রুমে ছিলেন টম। হোটেলের রেজিস্ট্রার থেকে অভিনেতার নামে একটি ঘর বুক করা ছিল বলেও জানা গেছে।

এছাড়াও চলতি মাসের শুরুতে একজন মহিলা মাদক বিক্রেতা পুলিশের কাছে জবানবন্দিতে শাইন টম চাকোর নাম প্রকাশ করেন। অন্য আরেক অভিনেতা শ্রীনাথ ভাসির নামও বলেন তিনি। ওই বিক্রেতা দাবি করেন, দুই অভিনেতাকে মাদক সরবরাহ করতেন তিনি।

এর আগে ২০১৫ সালেও এই অভিনেতার নাম জড়িয়েছিল মাদক মামলায়। যদিও ওই মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন টম চাকো।

৪১ বছর বয়সী এই অভিনেতা ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ফ্যান্টাসি কমেডি ছবি ‘ইতিহাসা’ দিয়ে পরিচিতি পান। এরপর অনেক হিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। নিজে মাদক নেওয়া বা অন্যকে সরবরাহ করা এর আগেও বলিউডে সিনেমা শিল্পে দেখা গেছে। সুপারস্টার সঞ্জয় দত্তের বিরুদ্ধেও অস্ত্র মামলা সহ মাদক সেবনের ও অভিযোগ ছিল এর জন্য তিনি কারাবাসও করেন।

02:17