বঙ্গবার্তা ব্যুরো,
কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।মমতা বন্দ্যোপাধ্যায় এবার কুম্ভে পদপিষ্টের ঘটনায় মানুষের মৃত্যু এবং একাধিক আগুন লাগার ঘটনার সমালোচনা করেন। কুম্ভকে তিনি মৃত্যু কুম্ভ বলেও উল্লেখ করেন। বুধবার তার জবাব দেন শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেন, মানুষের ধর্ম বিশ্বাসকে আঘাত করা অপরাধ। যারা এই কাজ করছেন তারা তার ফল পাবেন। শিবারাজ বলেন সনাতন ধর্মকে আক্রমণ করা বিরোধীদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। তিনি বলেন ভারতীয় সংস্কৃতী হাজার হাজার বছর ধরে বয়ে চলেছে । ঠিক যেমন মা গঙ্গা বয়ে চলেছেন। তিনি বলেন, এই সনাতন ধর্মকে যারা আঘাত করছে তার নিজেদের বিপদ ডেকে আনছে। মানুষের বিশ্বাস এবং ভাবাবেগে আঘাত করাও অপরাধ।
উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী এবার কুম্ভে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। শুধু পদপিষ্টের ঘটনাই নয় এবার তিন বার আগুন লাগার ঘটনা ঘটেছে।
কুম্ভ মন্তব্যে শিবরাজের নিশানায় মমতা
