মুর্শিদাবাদের জাফরাবাদে নিহতদাস পরিবারকে ১০ লক্ষ্য এক হাজার টাকা অর্থ সাহায্য শুভেন্দু অধিকারীর

Shuvendu Adhikari Financial Aid Murshidabad Violence

Upload By K. Halder at 26th April 2025, 07:48 PM

বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মারা গিয়েছিলেন দু জন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। জাফরাবাদের এই দাস পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ব্যক্তিগত ভাবে বা দলের পক্ষ থেকেও এই সাহয্যের আশ্বাস দেন নি। সবটাই সরকারি ভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। দাস পরিবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সি পি এম দাবি করেছিল এই পরিবার তাদের দলের সমর্থক। বিভিন্ন সংবাদ মাধ্যমে সি পি এমের মুখপাত্ররা জোরের সঙ্গে একাধিকবার সেই দাবি করেছেন।
শনিবার পুরো পরিস্থিতি বদলে যায়। হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদ যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জাফরাবাদে দাস পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। কথা বলেন। সেখান থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে জানান তিনি ওই পরিবারকে ১০ লাখ ১ হাজার টাকা দিয়েছেন, তারা সেই অর্থ গ্রহণ করেছেন। এখানেই না থেমে বিরোধী দলনেতা বলেন, সি পি এম নাকি বলেছিল এই পরিবার তাদের সমর্থক। আজ প্রমাণ হয়ে গেল ওরা কাদের সমর্থন করেন। তিনি বলেন হিন্দু্ দের মনে তিনি জায়গা পেয়েছেন এটাই পরম প্রাপ্তি।
এদিকে এই ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। প্রশ্ন উঠছে দাস পরিবার কেন সরকারি সাহায্য প্রত্যাখ্যান করে শুভেন্দূ অধিকারীর অর্থ সাহায্য গ্রহন করলেন? এর পিছনে কি কোনো প্ররোচনা রয়েছে। একই সঙ্গে সি পি এমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কেন তারা দাবি করেছিল মৃতেরা তাদের সমর্থক। এই পরিস্থিতিতে রাম-বাম আঁতাতের অভিযোগ উঠছে।

10:54