বঙ্গবার্তা ব্যুরো:
ছবি সোশ্যাল মিডিয়া
ইউএস ওপেনের ফাইনালে সিনার। ৩ ঘণ্টা ২১ মিনিটে চার সেটের লড়াই (৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪) হারান আলিয়াসিমকে হারিয়ে ফাইনালে সিনার। সেখানে তাঁর অপেক্ষায় কার্লোস আলকারাজ। চলতি বছর ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সিনার বনাম আলকারাজ।
চোটের সমস্যাও ভোগাল সিনারকে। কিন্তু সেরাদের জন্য একটি সুযোগই যথেষ্ট। সেই সুযোগটাই দিলেন আলিয়াসিমে।খেলার শুরুটা বিশ্বের এক নম্বরের মতোই শুরু করেছিলেন সিনার। প্রথম সেটের দ্বিতীয় গেমেই আলিয়াসিমের সার্ভিস ভাঙেন তিনি। আবার ষষ্ঠ গেমে এক ছবি। সিনারের সার্ভিস ও তাঁর পাওয়ার গেমের সামনে অসহায় দেখাচ্ছিল বিশ্বের ২৫ নম্বরকে।
তবে ছবিটা বদলে যায় দ্বিতীয় সেটে। খানিকটা চোট সমস্যাও ভোগায় সিনারকে। ফলশ্রুতি ৩-৬ ব্যবধানে হার সিনারের। দ্বিতীয় সেট জেতার পর তৃতীয় ও চতুর্থ সেটে তুলনায় ভালো লড়াই করেন আলিয়াসিমে। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। সেটদুটি সিনার জেতেন ৬-৩, ৬-৪ ব্যবধানে।
এই জয়ের ফলে ওপেন এরার চতুর্থ প্লেয়ার হিসেবে একই বছরে চারটি গ্র্যান্ড স্ল্য়ামেরই ফাইনালে পৌঁছনোর নজির গড়লেন সিনার ৷ রড লেভার, রজার ফেডেরার, নোভাক জকোভিচের সমকক্ষে বসে পড়লেন তেইশের তারকা ৷
এখানেই শেষ নয় ৷ ওপেন এরার চতুর্থ প্লেয়ার হিসেবে আরও এক নজিরে নাম জুড়ল সিনারের ৷ রজার ফেডেরার, নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালের পর টানা পাঁচটি মেজর ফাইনালে প্রবেশের রেকর্ড গড়লেন তিনি ৷ ফাইনাল জিতলে আরও একাধিক রেকর্ড তাঁর সামনে অপেক্ষা করছে।

