মায়ের কবরে মাটি দিতেও দেয়নি পাক সরকার, ক্ষোভ উগরে দিলেন গায়ক আদনান সামি

Published By Subrata Halder, 02 June 2025, 11:22 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসা করেছেন গায়ক আদনান সামি। যে কারণে পাকিস্তানের পক্ষ থেকে ধেয়ে এসেছিল নিন্দা ও সমালোচনা। এক অনুষ্ঠানে কানে ভারতীয় পতাকার নকশা করা ইয়ারফোন ব্যবহার করেও বিরূপ মন্তব্যের মুখে পড়েছিলেন এই গায়ক। এবার আদনান জানালেন, মায়ের মৃত্যু সংবাদ পেয়ে পাকিস্তানে যেতে চেয়েছিলেন। কিন্তু অনুমতি পাননি তিনি।
জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও আদনান ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি। কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান এ প্রসঙ্গে সেই সময় গায়ক বলেছিলেন, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে। পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।
তবে পাকিস্তান সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে তা স্পষ্ট না জানালেও তিনি লিখেছিলেন, একদিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবেন। অনেক বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।
পাকিস্তানের বিরুদ্ধে এমন ক্ষোভ থাকলেও ২০২৪ সালে সে দেশে ফের যেতে চেয়েছিলেন। সেই সময় আদনানের মা মারা যান। মাকে শেষবার দেখতে যেতে চেয়েছিলেন সে দেশে। ভারতের অভিবাসন দফতরের পক্ষ থেকে অনুমতিও পেয়ে যান। কিন্তু সমস্যা তৈরি হয় পাকিস্তানের অভিবাসন বিভাগের আপত্তিতে। আদনানকে পাকিস্তানে প্রবেশের অনুমতি দেয়নি তারা। কেন নাকচ করা হল গায়কের আবেদন, সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে দাবি।
এ বিষয়ে আদনান বলেন, আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা আমাকে ফিরিয়ে দেয়। আমার মা মারা যান। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের শেষ বিদায় দেখেছি। এর চেয়ে বড় দুঃখ ও বেদনার কিছু হতে পারে না।

10:41