বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
কথায় আছে ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। তবে মহম্মদ সিরাজ ক্যাচ মিস না করেও করলেন বড় এক ভুল। আজ যে নায়ক কাল সে ভিলেন। বল হাতে প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন সেই সিরাজই রবিবার এমন একটা ভুল করলেন যাতে দল বিপাকে পড়ল।
রবিবার শুরু থেকেই হাড্ডহাড্ডি খেলা হতে থাকে। প্রথম বলেই ফাইন লেগে বড় শট মারেন ব্রুক। বল সোজা চলে আসে সিরাজের হাতে। ক্যাচ ধরেও ফেলেন তিনি। কিন্তু ভারসাম্য রাখতে গিয়ে বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলেন তিনি। তারপর মাঠের বাইরেই চলে যান। আউটের বদলে ছয় রান পান ব্রুক। পাশেই তখন ছিলেন ওয়াশিংটন সুন্দর।
সিরাজ ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ দু’হাত মেলে উচ্ছ্বাস করতে যাচ্ছিলেন। কিন্তু ছয় হয়ে যেতেই এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। একই কাজ করেন সিরাজও। বিশ্বাসই করতে পারছিলেন না ছয় হয়ে গিয়েছে। আকাশদীপও উচ্ছ্বাস করতে করতে থেমে যান সিরাজের সুযোগ নষ্ট দেখে। পরে সিরাজ এগিয়ে এসে প্রসিদ্ধের কাছে ক্ষমা চেয়ে নেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্রিটিশ অধিনায়ক অলি পোপকে আউট করেন সিরাজ। আর সেইসঙ্গে কায়েম করলেন একটি বড় রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্ট সিরিজে তিনি দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী হলেন। ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে ২০ কিংবা তার বেশি সংখ্যক উইকেট শিকার একমাত্র ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহই করেছেন।