কীভাবে পেলেন সাফল্য ফাঁস করলেন সিরাজের ভাই

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ওভালে ভারতের জয়ের নায়ক মহম্মদ সিরাজ। তাঁকে নিয়ে একাধিক চর্চাও উঠে এসেছে। পাঁচ ম্যাচে ১৮৫.৩ ওভার বল করে ২৩টি উইকেট পেয়েছেন সিরাজ। এত ওভার আর কোনও বোলার এই সিরিজে বল করেননি। কীভাবে ফিটনেস ধরে রাখলেন?

সিরাজের শৃঙ্খলার কথা শোনা গিয়েছে তাঁর ভাই মহম্মদ ইসমাইলের মুখে। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সিরাজের ভাই বলেন, “ও ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছে। বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হায়দরাবাদে থাকলেও খুব কমই বিরিয়ানি খায়। তবে সেটা বাড়িতে রান্না হলে তবেই খায়। পিৎজা, ফাস্টফুড বন্ধ করে দিয়েছে।

ভারতকে জেতানোর পরে সিরাজকে ফোন করেছিলেন ইসমাইল। তিনি বলেন, ”কিছুক্ষণ আগেই সিরাজের সঙ্গে কথা হয়েছে। পরিবারের তরফ থেকে সিরাজকে অভিনন্দন জানাই। সেই সময়ে টিম বাসে করে হোটেলে ফিরছিল ও। আমাকে বলল, ভাই আমি খুব ক্লান্ত। শরীর ছেড়ে দিয়েছে।” ক্লান্তি-শ্রান্তি বলে কিছু নেই সিরাজের অভিধানে।

সিরাজের মা বলছিলেন, “আব্বুকে খুব ভালো বাসত ও। আর ওর বাবারও ছিল সিরাজ অন্ত প্রাণ। ইংল্যান্ডে যাওয়ার আগে আমাকে বলেছিল, ‘মা, আমার জন্য প্রার্থনা কোরো। আমি ভালো খেলে দেশকে জেতাতে চাই।’ আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। আল্লা আমার সন্তানকে সব সাফল্য দিক। খেলতে যাওয়ার আগে বাবা সমাধিস্থলে প্রার্থনা করেন সিরাজ।

সিরাজের পছন্দ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর বাড়িতে রয়েছে সিআর সেভেনের পোস্টার। পর্তুগিজ মহাতারকা প্রেরণা জুগিয়ে যান সিরাজকে।