পীযূষ চক্রবর্তী,
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। এই চক্রের বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, গত ৪ মার্চ পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন অঙ্কিত ভাটিয়া নামে এক যুবক। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা হোয়াটসঅ্যাপ নম্বরের নাম এবং ছবি বদল করে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। একটি প্লাইউড সংস্থার নম্বর ছিল সেটি। আর কে আগরওয়াল নামে এক ব্যক্তি যোগাযোগ করেন অঙ্কিতের বাবা বিজয়কুমার ভাটিয়ার সঙ্গে। বিশেষ সুবিধার কথা বলে তার বাবার কাছ থেকে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে তারা জানতে পারেন, প্রতারিত হয়েছেন। এরপরই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, মহারাষ্ট্রের বাসিন্দা কয়েকজন প্রতারক এই চক্রের সঙ্গে যুক্ত। এরপর কলকাতা পুলিশের একটি দল মহারাষ্ট্র থেকে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম ওয়াকাব মহম্মদ জাভেদ চান্ডিওয়ালা, রিয়াজ় রাজ়ি সইদ এবং সচিন মনোহর প্রসাদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল, দুটি ব্যাগ এবং পাঁচটি সিমকার্ড।
তাদের জেরা করে কলকাতা থেকে গ্রেফতার করা হয় আরও তিনজনকে। ফুলবাগান থেকে ধরা পড়ে পবন সাউ। হেয়ার স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার হয় মহেন্দ্র পাল সিং এবং চেতন সিং দাহিয়া। ওই দুজন রাজস্থানের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল, আধার কার্ড, চেক বই এবং টাকা গোনার যন্ত্র। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে গ্রেফতার ছয়
