সিরাজের ছয় উইকেট, ভারত সুবিধাজনক জায়গায়:

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছবি- বিসিসিআই ফেসবুক পেজ

বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৪০৭ রানে। ৭০ রানে ৬ উইকেট নিলেন সিরাজ। ১৮০ রানে এগিয়ে থাকল ভারত। ব্রিটিশদের
২০ রানে শেষ ৫ উইকেট পড়ল ইংল্যান্ডের। ৭০ রানে ৬ উইকেট নিলেন সিরাজ।।

এজবাস্টনে বৃহস্পতিবার ৮৪ রানে ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। শুক্রবার মাত্র ৭ রানের ব্যবধানে জোড়া উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ব্রিটিশদের ফলো অনের আশঙ্কা প্রথম থেকেই ছিল। যদিও শেষ পর্যন্ত ফলো অন হয়নি। শুক্রবার শুরুতেই ইংরেজদের ঝটকা দেন মহম্মদ সিরাজ। ২২তম ওভারে তিনি পরপর ফেরান জো রুট (২২) এবং বেন স্টোকস (০)-কে। তবে এরপরেই ম্যাচের পাশা যেন পালটে যায়।

৮৪ রানে ৫ উইকেট পড়ে গেলেও ইংল্যান্ড কিন্তু হাল ছাড়েনি। হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ মিলে বাজবলের মেজাজে রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় বোলারদের উপর। স্মিথ শেষ পর্যন্ত ১৮৪ রানে অপরাজিত থাকেন।

প্রথম ২ ঘণ্টায় ২৭ ওভারে ১৭২ রান তোলে ইংল্যান্ড। আগ্রাসী ব্যাটিং করে ওভার প্রতি ৬.৩৭ রান তুললেন ইংল্যান্ডের ব্যাটারেরা। পর পর ২ বলে রুট-স্টোকসের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে লড়াইয়ে ফেরাল ব্রুক-স্মিথ জুটি। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড এর স্কোর ছিল ২৪৯/৫।

প্রসিদ্ধ কৃষ্ণ কিন্ত বল হাতে সফল হলেন না। চা পানের বিরতি পর্যন্ত ১৩ ওভার করে ৭২ রান দিয়েছেন তিনি। কোনও উইকেট পাননি। ইকোনমি রেট ৫.৫৪।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলছে ভারত।

11:24