বঙ্গবার্তা ব্যুরো,
প্রতীকি ছবি
মায়ের গায়ে আগুন দিয়ে পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ছেলে, নৃশংস এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। মহিলার নাম বিজলি ঘোষ। বয়স ৮০ বছর। বৃদ্ধা ছেলের সঙ্গে থাকতেন। স্বামী মৃত্যুঞ্জয় ঘোষ এক বছর আগে মারা যান। অভিযুক্ত ছেলে সঞ্জয় ঘোষ, ৫০ বয়স । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , স্থানীয়দের দাবী, সঞ্জয় মানসিক ভারসাম্যহীন। আগেও কয়েকবার মায়ের উপর অত্যাচার করেছে। কিছুদিন আগে মায়ের মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ। এর আগেও পুলিশ এসে অভিযুক্ত সঞ্জয়কে সতর্ক করেছে, কিন্তু লাভ হয়নি।
শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হাওয়ায় সন্ধ্যায় থেকে এলাকা কার্যত নির্জন ছিল। রাতে বিজলিদেবীর বাড়ি থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। সকাল থেকে কটূ গন্ধও ছড়াচ্ছিল। বাড়ির সামনে এসে এলাকাবাসীরা দেখেন দরজা-জানলা বন্ধ। ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় বাসিন্দারাই মহেশতলা থানা ও বজবজ ফায়ার ব্রিগেডে খবর দেয়। পুলিশ ও ফায়ার ব্রিগেড দরজা ভেঙে ঘরে ঢোকে। অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে বিছানায় পরে থাকতে দেখেন। পাশের ঘরে শুয়ে ছিল ছেলে। বিছানায় পড়েছিল বৃদ্ধার মৃত দেহ।
ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মহেশতলা থানায় নিয়ে যাওয়া হয়।পরে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, মাকে জীবন্ত পুড়িয়ে খুন করেছে ছেলে বলে অভিযোগ। তদন্ত শুরু হয়েছে।

