বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
দক্ষিণ আফ্রিকার এসএ ২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালস দলের হেড কোচের নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের নয়া কোচের পদে জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন সৌরভ
ভারতীয় অধিনায়ক, সিএবি সভাপতি, বোর্ড সভাপতি, আইসিসি বিভিন্ন কমিটির না না পদে এতদিন দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নতুন দায়িত্ব নিলেন দাদা।সৌরভ একা নন, আরও এক কিংবদন্তিকে কোচিং স্টাফে যুক্ত প্রিটোরিয়া।
সৌরভের সহকারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শন পোলক সোশ্যাল মিডিয়াতে লিখেছে, “ক্যাপিটালস শিবিরে রাজকীয় মেজাজ নিয়ে আসতে চলেছেন প্রিন্স ৷ আনন্দের সঙ্গে আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরবর্তী হেড কোচ হিসেবে ঘোষণা করছি ৷”
প্রিটোরিয়া ক্য়াপিটালসের হেড কোচ হিসেবে সৌরভের প্রথম বড় পরীক্ষা অবশ্যই আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের নিলাম ৷ আশা করা যায় নয়া কোচের পরামর্শে স্কোয়াডেও বড়সড় বদল আনতে চলেছে প্রিটোরিয়া ক্য়াপিটালস ৷দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি।এবার দাদার হাত ধরে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য এই দলের।
২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হন তিনি। কিন্তু সেই বছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় মেন্টরের দায়িত্ব ছেড়ে দেন সৌরভ।২০২২ সালে বোর্ড সভাপতির পদ থেকে সরার পর আবার মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। দিল্লিতে রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি।

