অসুস্থ ফুটবলারের পাশে দাঁড়ালেন সৌরভ সহ অনেকে

Sourav Ganguly helps ailing footballer Shubho Das

Upload By K. Halder at 18th March 2025, 06:18 PM

বঙ্গবার্তা ব্যুরো,
অসুস্থ ফুটবলার শুভ দাসের পাশে দাঁড়াল পিআর সলিউশন এবং আদিত্য গ্রুপ। শুভ দাস মহামেডান স্পোর্টিং,কালীঘাট এমএস, ইস্টার্ন রেল ও টালিগঞ্জ অগ্রগামির প্রাক্তন ফুটবলার। কিন্তু বর্তমানে তিনি প্রায় শয্যাশায়ী। একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গেছে একটি হাত। তার চিকিৎসার বিশাল খরচ।

পেশায় স্কুল শিক্ষক, কিন্তু অনুপস্থিতির কারণে দীর্ঘদিন বেতন নেই। চাকরিও প্রায় যেতে বসেছে। তাই তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন পিআর সলিউশন।

আর্থিক দায় ভার নিয়ে এগিয়ে আসে আদিত্য গ্রুপ। তার হাতে চেক তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অনির্বাণ আদিত্য, অঙ্কিত আদিত্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। তিনি দাঁড়িয়ে থেকে আশ্বাস দেন শুভ দাসের পাশে থাকার।

21:05