অধিনায়ক ধোনিতে আস্থা সৌরভের

বঙ্গবার্তা ব্যুরো,
আইএসএল ফাইনালে থাকতে না পারার আফসোস সৌরভ গাঙ্গুলীর মুখে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপারজায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি পরস্পরের মুখোমুখি হবে। দুই দলই পরস্পরকে টেক্কা দিতে মুখিয়ে। ফলে উপভোগ্য লড়াইয়ের কথা চিন্তা করে সৌরভ গাঙ্গুলী বলেছেন, তিনি মোহনবাগান সুপারজায়ান্টের সঙ্গে রয়েছি। আবার বেঙ্গালুরু এফসির ক্রিকেটীয় ভাগের সঙ্গেও রয়েছি। দুটো দলই আমার খুব কাছের। পার্থ এবং সঞ্জীব দুজনেই খেলার ব্যাপারে ভীষন আবেগপ্রবন। তাই উপভোগ্য লড়াই হবে। সবাই উপভোগ করবে দুদলের ফুটবলারদের খেলার। ইতিমধ্যেই সুপারজায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত।
ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স জয়ের খোঁজে চেন্নাইয়ের মাটিতে লড়বে। ইতিমধ্যে ইডেনের পিচ নিয়ে কেকেআর বনাম পিচ কিউরেটর বিতর্ক চলছে। সৌরভ বলছেন, আমি ওই বিষয়ে কোনও মন্তব্য করব না। কেকেআর এর পারফরম্যান্স নিয়ে প্রাক্তন নাইট অধিনায়ক বলেছেন, ইডেনে কেকেআর এর জেতা উচিত ছিল। রিঙ্কু সিংকে আরও একটু ওপরের দিকে ব্যাট করতে পাঠালে ভালো হয়। তবে এই বিষয়গুলোর উত্তর রাহানে দিতে পারবে। কুইন্টন ডি ককের বদলে গুরবাজ সিংকে খেলানোর ব্যাপারটিও রাহানে বলতে পারবে। কুইন্টন ডি কক গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিল। ও ভালো ব্যাটার। মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে কেকেআর। এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনির এবার ব্যাট তুলে রাখার ব্যাপারেও সৌরভ অকপট। বলছেন,ধোনি এখনও ছয় মারতে পারে। ৪৩ বছর বয়সে ও ২০০৫ সালের মতো খেলবে, সেটা আশা করা যায় না। কিন্তু ও এখনও ছক্কা হাকাচ্ছে। জানি না ধোনি কী ভাবছে, সিএসকে কী ভাবছে। তবে ওর খেলা দেখছিলাম। ভালোই খেলছে। আর একটা কথা বলব, ধোনি যদি সিএসকে-র হয়ে খেলে তবে ওর ক্যাপ্টেন হিসাবেই খেলা উচিত। ক্যাপ্টেন ধোনি ডিফারেন্ট বিস্ট।
আইপিএলে প্রতিবছরই নতুন নতুন ক্রিকেটার উঠে আসছেন। চলতি আইপিএলও ব্যতিক্রম নয়। আইপিএলে নতুন মুখের উত্থানকে স্বাগত জানিয়ে সৌরভ বলছেন,আইপিএলে নতুন মুখ সবসময়ই উঠে আসে। প্রতিবছর অন্তত পঞ্চাশজন প্লেয়ার নিজেদের তুলে ধরার সুযোগ পায়। এরজন্যই এই টুর্নামেন্ট স্পেশাল। আশুতোষ, শশাঙ্ক, জিশান, অভিষেক, প্রিয়াংশ, জিশান, ভিগনেশ। যথাযথ সুযোগ না পেলে প্রতিভার অপচয় হয়।
অলিম্পিকে ক্রিকেটের অর্ন্তভুক্তিকে স্বাগত বলছেন সৌরভ। তার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীনই অর্ন্তভুক্তির নিয়ে উদ্যোগ শুরু হয়েছিল। সৌরভ জানিয়েছেন, আমি বোর্ড প্রেসিডেন্ট থাকার সময়ই অলিম্পিক কমিটির সঙ্গে বৈঠকে ছিলাম। ভালো উদ্যোগ। ক্রিকেটাররাও অলিম্পিক মেডেল জিততে পারবে। ইন্ডিয়া ক্রিকেটে খুবই ভালো। সোনা-রুপো-ব্রোঞ্জ। আশা করছি আমরা একটা মেডেল পাব।

19:20