ইংল্যান্ড সফরে অধিনায়ক গিলকে শুভেচ্ছা ও টিপস সৌরভের

Published By Subrata Halder, 15 June 2025, 09:29 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
রবিচন্দ্রন অশ্বিনের পর রোহিত শর্মা, তারপর অবসর নিয়েছেন বিরাট কোহলিও। বর্তমানে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে ৩২ টি টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন শুভমান গিল। লম্বা সিরিজের আগে গিলকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিরিজ শুরুর আগে টপ অর্ডারে এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য ব্যাটিং আরও ধারালো করার পরামর্শ দিয়েছেন সৌরভ। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, টেস্ট ম্যাচে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে গিলকে। শুধু বলের লাইন দেখে শট খেললেই হবে না। স্যুইং করবে, নতুন বলের সিমও আলাদা হবে।
সৌরভ আরও বলেন, গিলের জন্য অনেক শুভেচ্ছা। আমি নিশ্চিত যে, ও সফল হবে। তবে, ওকে টেস্টে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। কেবল বলের লাইনে গিয়ে দেখে দেখে শট খেললেই হবে না। ইংল্যান্ডের পিচে বল প্রত্যেক মুহূর্তে সুইং করবে। তাছাড়া ওখানকার কন্ডিশনে নতুন বলের সিমও আলাদা হবে। ১০ রানে দু’টো উইকেট পড়ে গিয়েছে, হতে পারে এমন পরিস্থিতিতে গিলকে নামতে হল। তখন কিন্তু ওকে নতুন বল খেলার জন্য তৈরি থাকতে হবে।
গিলকে সৌরভের টিপস, বলের সিম কার্যকর হয়, ভাল সুইং করে এমন আবহাওয়ায় রান করতে হবে। এই রকম আবহাওয়ায় নতুন বল খেলা একটু কঠিন। প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ইংল্যান্ডে খেলার সময় ধৈর্য ধরতে হবে। ভাল সুইং করে এমন আবহাওয়ায় রান করতে হবে। এই রকম আবহাওয়ায় নতুন বল খেলা একটু কঠিন। ১০০ রানে ২ উইকেট পড়া আর ২০ রানে ৪ উইকেট এই দুইয়ের পরিস্থিতি আলাদা। বুঝে খেলতে হয়। গিলের রক্ষণকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অশ্বিনের অবসরের পর এটি ভারতের প্রথম সফর। এই প্রসঙ্গে সৌরভ বলেন, অল্প সময়ের মধ্যে দ্রুত পরিবর্তন দেখতে পারার প্রতীক্ষা থাকবে।