স্পেস স্টেশনে পৌঁছে গেল স্পেসএক্স ক্রু ড্রাগন, বাড়ি ফেরার পথে আরও একধাপ সুনীতাদের

**SpaceX Crew Dragon Reaches Space Station, Sunita & Team One Step Closer to Returning Home**

বঙ্গবার্তা ব্যুরো,
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেল স্পেসএক্স ক্রু ড্রাগন।সকাল ৫:৪৫ জিএমটি সময়কালে স্পেসএক্স ক্রু আইএসএস-এ পৌঁছানোর পর শূন্য মহাকর্ষে নভোচারীদের একে অপরকে আলিঙ্গন করতে এবং কোলাকুলি করতে দেখা যায়। বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস গত জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে আছেন। পরীক্ষামূলক বোয়িং স্টারলাইনার মহাকাশযান প্রপালশন সমস্যার মধ্যে পড়ায় তাদের আর পৃথিবীতে ফেরত আনা সম্ভব হয় নি। যদিও কোনও সমস্যা ছারাই স্টারলাইনার খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসে।
সুনীতা এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরানোর উদ্যোগ চলছিল অনেকদিন ধরেই। কিন্তু ঘোষণা হয়েও বার বার পিছিয়ে যায় পৃথিবীতে তাঁদের প্রত্যাবর্তন এর দিন। ইতিমধ্যেই মহাকাশযানে প্রায় ন’মাস কাটিয়ে ফেলেছেন সুনীতারা। মহাকাশে গিয়ে ইতিহাস সৃষ্টি করে পৃথিবীর মাটিতে ফের তারা কবে ফিরে আসবেন সে দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব।
তবে এবার উইলমোর এবং উইলিয়ামসের ফেরার পালা শুধুই সময়ের অপেক্ষা। মহাকাশ থেকে ফ্লোরিডা উপকূলে নামানো হবে তাদের। নাসার হিসেবে তা ১৯ মার্চের আগে হবে সম্ভব নয়।এই দুই জুটির সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নভোচারী নিক হেগ এবং রাশিয়ান কসমোনট আলেকজান্ডার গোর্বুনভও। অন্যদিকে স্পেসএক্স ক্রু ড্রাগনে চড়ে যাওয়া চার মহাকাশচারী নাসার অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ের্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ মহাকাশ স্টেশনে থেকে যাবেন।