বিধান সভায় কিসের ইনিংস দিলীপ ঘোষের, জল্পনা তুঙ্গে

বঙ্গবার্তা ব্যুরো,
বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হয়ে দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে কি না, সে বিষয়ে নানা জল্পনা চললেও, দিলীপ ঘোষ জানিয়েদেন যে, দলের যে কোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। তবে ভোটে জিতে মুসলিম বিধায়কদের বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলা মন্তব্যের সঙ্গে তিনি সহমত নন।
তিনি বলেন, পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব যা ঠিক মনে করবে, সেই সিদ্ধান্তই গ্রহণ করা হবে। তবে যদি আমাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়, আমি তা পালন করতে প্রস্তুত।
দিলীপ ঘোষ জানান, দলে নতুন মুখ তুলে আনার পক্ষে তিনি। তার মতে, বিজেপির ভিতকে আরও শক্তিশালী করতে নতুন নেতৃত্বের বিকাশ জরুরি।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে, আর বিজেপি শুধু তার জবাব দিচ্ছে।
তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে এবং তাদের উসকে দেওয়ার কাজ করছে। অনেক গরীব মুসলমান নেতাদের প্রলোভনে বিভ্রান্ত হয়ে পড়ছেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন হয়ে গেছেন এবং আমাদের পাশে রয়েছেন।

04:56