যাদবপুর কাণ্ডে আজ সন্ধ্যায় থানায় হাজিরা এসএফআই নেতা সৃজনের

পীযূষ চক্রবর্তী,
যাদবপুর কাণ্ডে এবার থানায় ডেকে পাঠানো হল সৃজন ভট্টাচার্যকে। শনিবার যাদবপুর থানায় তলব করা হয়েছে এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তার ঘটনায় সৃজন ছাড়া আরও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যাদবপুর থানায় যাওয়ার কথা সৃজনের। তিনি নিজেও তদন্তের স্বার্থে এদিন সন্ধ্যায় থানায় যাবেন বলে জানিয়েছেন। কিছু ভিডিও এবং ছবির ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করেন তদন্তকারীরা। সেই কারণেই এদিন তাকে থানায় আসতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে এসএফআই-এর রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয় সৃজনকে। তাকে সরিয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক করা হয় দেবাঞ্জন দে-কে। তবে দলে তার গুরুত্ব আরও বাড়ে। ২০২১ বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়। ২০২৪ লোকসভা ভোটেও সিপিএমের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়। এবার ওই যুবনেতাকে থানায় তলব করায় কিছুটা ব্যাকফুটে বামেরা বললেই চলে।

21:31