সুবর্ণদ্বীপে স্বপ্ন পূরণে এগিয়ে এলো স্টেটব্যাঙ্ক

বঙ্গবার্তা ব্যুরো,

ভারতীয় স্টেট ব্যাঙ্কের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিধাননগর জোনাল অফিস, বিধান নগর আঞ্চলিক অফিস ৪, বেঙ্গল সার্কেল, মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো। সমাজের পিছিয়ে পড়া অংশের আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণির শিশুদের জন্য সাহায্য করতে, জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত সুবর্ণদ্বীপ আশ্রমের বিশেষ চাহিদাসম্পন্ন ও অনাথ শিশুদের জন্য তিনটি স্টিল আলমারি, পাঁচটি সিলিং ফ্যান এবং ব্যবহারযোগ্য নতুন ও পুরাতন পোশাক তুলে দিলেন তারা। এই সাহায্যের মাধ্যমে, আশ্রমের শিশুরা আরও ভালো পরিবেশে বসবাস ও পড়াশোনার সুযোগ পাবে।

এই সহায়তায় মূল ভূমিকা নিয়েছেন সুস্মিতা গুপ্ত, নীরোদরঞ্জন বিশ্বাস,অরিন্দম মন্ডল, হিল্লোল দত্ত, চন্দন মুখার্জী, বিশ্বজিৎ সাহা, শিবপ্রসাদ চক্রবর্তী, তুষারকান্তি ঘোষ এবং ম্যানেজিং ডিরেক্টর ওমর যারা ব‍্যাঙ্কের পক্ষ থেকেই শুধু নয়, ব্যক্তিগতভাবে শিশুদের পাশে সাহায্যের জন্যে আন্তরিক চেষ্টায় ব্রতী। তাদের এই মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতাই প্রমাণ করে, সমাজের উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক অবদান ছাড়াও ব্যক্তিগত উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ।

জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আরিফুল ইসলাম মন্ডল বলেন, এই ধরনের সহায়তা স্বপ্নপূরণে এক বিশাল সহায়ক শক্তি। আশ্রমের মাধ্যমে যেসব অনাথ, বিশেষ চাহিদা সম্পন্ন ও দরিদ্র শিশুদের পুনর্বাসন, শিক্ষা ও পরিচর্যার সুযোগ পাবে, সেখানে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই সহানুভূতিশীল পদক্ষেপ আশ্রমকে অনেকটাই সামনের দিকেই এগিয়ে নিয়ে যাবে।