যোগ্য চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

Mamata Banerjee Religious Comments Directive

Published By Subrata Halder, 14 May 2025, 11:23 pm

বঙ্গবার্তা ব্যুরো,
নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি যাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের আন্তরিক সহানুভূতি নামে ভাতা দেবার সিদ্ধান্ত অনুমোদন পেল রাজু মন্ত্রিসভায়। আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত প্রতি মাসে গ্রুপ সি কর্মীরা ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে অনুদান পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দিন না আদালত চূড়ান্ত নির্দেশ দেয়, তত দিন এই স্কিম চালু থাকবে। নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, চাকরি যাওয়া ছেলেমেয়েরা অনেক কষ্টে আছে। সংসার চালাতে পারছে না। অনেকেই বলছেন, তাদের কোনও দোষ ছিল না। আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গিয়েছে। আমরা এই ব্যাপারে আদালতে পুনর্বিবেচনার আবেদন করেছি। আদালতের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি। কিন্তু তত দিন ওরা কী খাবে, কীভাবে চলবে ?
সেই মানবিক প্রশ্ন থেকেই এই ইন্টারিম স্কিম এর পরিকল্পনা। তিনি বলেন, এই স্কিম রাজ্য শ্রম দফতরের আওতায় চলবে। এপ্রিলের প্রথমদিন থেকে এই অনুদান কার্যকর হবে।
এই অনুদান শুধুমাত্র চাকরি হারানো প্রার্থীদের জন্য, যারা এখনও আদালতের চূড়ান্ত রায়ের প্রতীক্ষায় রয়েছেন। মমতার কথায়, আদালতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই সহায়তা জারি থাকবে। কেউ যদি এই অনুদান না নিতে চান, সেটা তাদের নিজস্ব মতামত। কিন্তু রাজ্য সরকার মানবিক দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে।
পিআইএল বা জনস্বার্থ মামলা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, এখানে কথায় কথায় জনস্বার্থ মামলা হয়ে যায়। আর মানুষ কিল খায়। তাই আমরা এই প্রকল্পটি নীতিগত ভাবে তৈরি করেছি, যাতে কারও উপকার অন্তত করা যায়।
এর আগেই মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে চাকরি হারানো প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পের মাধ্যমে অন্তত কয়েক হাজার চাকরি হারানো পরিবার কিছুটা স্বস্তি পাবে, আশা রাজ্য প্রশাসনের।

09:41