Published By Subrata Halder, 14 May 2025, 11:19 pm
বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক ভারী শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রকল্পে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দ্রুত গতিতে শিল্পায়ন করা আমাদের লক্ষ্য। যাতে আরও বেশি কর্ম সংস্থান হয়।
মুখ্যমন্ত্রীর দাবী, পুরুলিয়ার রঘুনাথপুর, দুর্গাপুরের মানগপ, বর্ধমানের পানাগড়-সহ রাজ্যের একাধিক শিল্পাঞ্চলে ডব্লিউবিআইডিসি নির্মিত দশটি ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন বড় সংস্থাকে বরাদ্দ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই দশটি প্লটে মোট ২৫১৫ একর জমি সংরক্ষিত হয়েছে এবং প্রায় ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর কথায়, প্রায় ৭০,০০০ এর বেশি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করেন, এইগুলি বেশিরভাগই তৈরি করা হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠক থেকে ১৫টি শিল্প ক্ষেত্রে মোট ৪৩টি মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরির জন্য জমি বরাদ্দ করা হয়েছে। এগুলি সবই বিভিন্ন জেলায় হবে। এক্ষেত্রে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থান হবে,” বলেন মুখ্যমন্ত্রী।
দেশজুড়ে ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ যে শীর্ষে রয়েছে তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ এক নম্বরে। এই মুহূর্তে রাজ্যের নব্বই লক্ষ ইউনিটে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করে। রাজ্যের ৬৬০ করখানা গুচ্ছ আগেই ছিল। এখন অনেকেই জমি চাইছেন। বাংলায় বিনিয়োগের জন্য প্রচুর চাহিদা তৈরি হয়েছে। আমরা যতটা পারছি প্রসেস করে জমি দেখে যাচাই করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপর অনুমোদন দিচ্ছি।
ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্যও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। রাজ্যের ২৩টি জেলায় ২৩টি শপিং মল বা বড় মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বনির্ভর গোষ্ঠী বা সেল্ফ হেল্প গ্রুপের নিজের তৈরি শিল্পকাজ বিক্রি করার জন্য আমরা ২৩টা জেলায় ২৩টি শপিং মল তৈরি করব। সরকার এক একর জমি দেবে বিনা পয়সায়। বেসরকারি সংস্থাগুলি বিল্ডিং তৈরি করবে। সেক্ষেত্রে সরকার জমি দিচ্ছে বলেই সেই বিল্ডিংয়ের দুটি ফ্লোর আমাদের সেল্ফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে।
এই শপিং মলগুলি স্থানীয় পণ্য বাজারজাত করতে সহায়ক হবে ইতিমধ্যে ১১টি জেলায় এই প্রকল্পের জন্য জমির ছাড়পত্র দেওয়া হয়েছে। এগুলি হল পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া, কুচবিহার, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুর। তিনি আরও জানান, এছাড়া আরও ১২টি এই ধরনের শপিংমল প্রসেসে রয়েছে। সেগুলি অনুমোদন পেলে সব জেলায় এ ধরনের একটি করে প্রতিষ্ঠান তৈরি হবে। আশা করছি, পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্য গুলিও আমরা নিয়ে আসতে পারব।
মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট, শিল্পায়নের গতি বাড়িয়ে রাজ্যে সর্বস্তরে কর্মসংস্থান সৃষ্টিই এখন সরকারের প্রধান লক্ষ্য।

