মন্ত্রীর অজ্ঞাতে চলছে ইউটিউব চ্যানেল, বিধানসভায় অভিযোগ করলেন রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়

Published By Subrata Halder, 12 June 2025, 08:06 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
তার নিজের নামেই ইউটিউবে লাখ লাখ সাবস্ক্রাইবার থাকা একটি চ্যানেল চলছে আজ নিজেই একথা বিধানসভায় জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার বিধানসভায় ফেক প্রোফাইল এবং অনলাইন প্রতারণা নিয়ে আলোচনা চলাকালীন বাবুল সুপ্রিয় বলেন, তার নিজের নামে ইউটিউব চ্যানেল চলছে, অথচ তিনি তার মালিক নন। সার্চ করলেই হাজার হাজার বাবুল সুপ্রিয় উঠে আসে, যার একটিও আমার নয়।
মন্ত্রী জানান, আমি ইউটিউব কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনও প্রতিকার পাইনি। এমন একটি ইউটিউব প্রোফাইল রয়েছে যার লাখ খানেক সাবস্ক্রাইবার, কিন্তু সেটিও আমার নয়। সম্প্রতি রাজ্যে অনলাইন প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ট্রাভেল এজেন্সির নামে বা ফেক ওয়েবসাইট বানিয়ে বিমান ও হোটেল বুকিংয়ের ছলে গ্রাহকদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে একের পর এক। সাধারণ মানুষ কীভাবে এই প্রতারণা থেকে বাঁচবেন, তা নিয়েই এদিন প্রশ্ন ওঠে বিধানসভায়।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অনলাইনে হোটেল বুকিং করেও তো অনেক সময় মানুষ প্রতারিত হন। এইসব ক্ষেত্রে কি কোনও প্রতিকার ব্যবস্থা আছে ? তিনি পরামর্শ দেন, বুকিং করার আগে হোটেলের অফিসিয়াল নম্বরে ফোন করে যাচাই করে নেওয়া উচিত। সেই সঙ্গে জানান, প্রতারণার পর অভিযোগ জানানো হলেও টাকা তো আগেই চলে যায়, তাই আগে থেকেই সাবধান হওয়া জরুরি। একইসঙ্গে তিনি পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দেন।
এদিন হাওড়ার আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, অনলাইন প্রতারণা সংক্রান্ত সাহায্যের জন্য কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর ১৯৩০ চালু রয়েছে। এই নম্বরে ফোন করলেই প্রতিকার পাওয়া সম্ভব।
তথ্যপ্রযুক্তি দফতর জানিয়েছে, রাজ্যের বেঙ্গল সিলিকন ভ্যালিতে ইতিমধ্যেই অনলাইন প্রতারণা রুখতে জোরকদমে কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার পুলিস, সরকারি কর্মী ও সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন ও প্রশিক্ষিত করতে নানা পদক্ষেপ নিয়েছে।
এই ধরনের ঘটনার রাশ টানতেই সরকার একাধিক স্তরে উদ্যোগ নিয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

02:55