পয়লা বৈশাখেই কাল বৈশাখীরপূর্বাভাস

Published By Subrata Halder on 13 April 2025 at 08:23pm

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । শুধু রবিবার নয় আগামীকাল সোম ও মঙ্গলবার পয়লা বৈশাখের দিনও ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার সুবাদে আবহাওয়ার এই পরিবর্তন হবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বলেও জানা গেছে। তবে পিছিয়ে নেই উত্তরবঙ্গের জেলাগুলিও। প্রতিবেশী রাজ্য অসম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার সৌজন্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শনিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। শনিবার রাতে একাধিক জেলায় বৃষ্টিপাত না হলেও আকাশে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হয়েছে। তাপমাত্রার তীব্রতা কিছুটা হলেও কমেছে। এই আবহাওয়া য় প্রখর দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ জনজীবনে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি আম এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য এই বৃষ্টি প্রয়োজনীয় হবে বলেও মনে করা হচ্ছে।

02:10