অদ্ভুত আঁধার এক কলকাতা হইকোর্টে

VHP case dismissed by Kolkata High Court


বঙ্গবার্তা ব্যুরো,
নজির বিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে। বুধবার এই নজির বিহীন ঘটনার সাক্ষী থাকলেন বহু আইনজীবী থেকে মামলাকারী। এদিন মামলা চালাকালীনই হঠাৎ অন্ধকারে ঢেকে যায় কলকাতা হাইকোর্ট। ঘড়ির কাঁটায় তখন প্রায় এগারোটা চল্লিশ মিনিট। বহু এজলাসে মামলা চলছে। আচমকা আঁধার ঘনিয়ে এলে সাময়িক ভাবে থমকে যায় বিচারের কাজ। তবে খুব বেশিক্ষণ নয় মিনিত সাত আটেকের মধ্যেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়।
সূত্রের খবর, হাইকোর্টের নতুন বিল্ডিংএই এই ঘটনা ঘটে। হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ায় এই বিপত্তি। সেই সময় হাইকোর্টের বহু এজলাসে মামলা চলছিল। লোডশেডিং এর সময় ২৭ থেকে ৩৪ এবং ৪০ থেকে ৪৪ নম্বর কোর্টে বিচারের কাজ চলছিল।
হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বহু আইনজীবীর সঙ্গে সাধারণ মানুষ এবং মামলাকারী লিফটে আটকে পড়েন।লিফটে একসঙ্গে অনেকে আটকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।লোডশেডিং হলেও তা মিনিট আটেকের বেশি ছিল না। তবে হঠাৎ কেন এমন হল তা খতিয়ে দেখা হচ্ছে।