পীযূষ চক্রবর্তী,
ক্রমেই চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের ওপর। একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ এই দুই রাজনৈতিক দলের লাগাতার কর্মসূচিতে নাজেহাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার উপর বিষফোঁড়ার মতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জুলাই আন্দোলনের সময় অংশগ্রহণকারী ছাত্রদের একাংশ। এবার ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ অনশন চালাচ্ছেন পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার সকাল ১০টা থেকে চট্টগ্রামে চলছে গণ অনশন কর্মসূচি। এদিন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘অ্যান্টি রেপ ইউনিটি, চট্টগ্রাম’–এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। যার জেরে জামালখান রোডের একাংশ কার্যত বন্ধ হয়ে যায়। অনশনকারীদের সিংহভাগই মহিলা। তাদের দাবি, বর্তমানে গোটা দেশে খুন এবং ধর্ষণের ঘটনা চরম আকার ধারণ করেছে। মহিলাদের কোনও নিরাপত্তা নেই। পুলিশ ও প্রশাসন একেবারে ব্যর্থ। এই ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায়ী করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। জাহাঙ্গীরের পদত্যাগের দাবি তোলা হয়েছে। অনশনকারীদের বক্তব্য, শেখ হাসিনা সরকারের আমলের থেকেও ভয়ংকর অবস্থা বাংলাদেশের। দেশের প্রায় সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। খুন ও ধর্ষণের ঘটনা বাড়লেও পুলিশ-প্রশাসন একেবারে অকেজো হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলনেরও ডাক দিয়েছেন অনশনকারীরা।
এবার ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনশন পড়ুয়াদের
