Published by Subrata Halder on 6th April 2025, at 01:22 AM
বঙ্গবার্তা ব্যুরো,
মমতা হিন্দু বিরোধী সরকার। সেই কারণে হিন্দুকে নোংরা ধর্ম বলছেন। সকল হিন্দুকে বলব হিন্দু বিরোধী রাজ্য সরকারকে উপড়ে ফেলতে হবে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাবে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা সরকার হিন্দু বিরোধী সরকার,তার কারণ মমতা বলেছেন হিন্দু একটি গান্ধা ধর্ম। তারমানে হিন্দু একটি নোংরা ধর্ম। মোথাবাড়িতে হয়েছে। এখানেও বেশি সময় লাগবে না। তাই সকল হিন্দুরা ঐক্যবদ্ধ হন। ফোন আসলে হ্যালো বলবেন না, বলুন জয় শ্রীরাম। এদিন নদীয়ার রানাঘাটে একটি রামনবমীর প্রস্তুতি অনুষ্ঠানে এসে রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বিরোধী দলনেতা। রাত পোহালেই সারা দেশজুড়ে পালিত হবে রামনবমী উৎসব। নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত ফ্রেন্ডস ক্লাবের মাঠে রামনবমী উদযাপন কমিটির তরফে প্রতিবছরের মতই রাম রঘুনাথের পুজোর আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রানাঘাট সাংসদ ও নদীয়ার একাধিক বিজেপি বিধায়করা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন,দয়া করে আগামীকাল রামনবমীতে ভরকাতে আসবেন না। রাম নবমী উপলক্ষে সকলেই শান্তিপূর্ণভাবেই মিছিল করবে। মমতা সরকারের সঙ্গে সরাসরি লড়াই রাজ্যের হিন্দু সমাজের। হিন্দু জাগরণ মঞ্চের ছেলেদের নোটিশ পাঠাচ্ছে রাজ্য প্রশাসন। বিজেপির যুব সংঘ সেবকদের বন্ড সই করানো হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে কিছু হলে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একটা কথাই বলবো এই সরকারকে উপড়ে ফেলতে হবে।
এসএসসি দুর্নীতি নিয়ে তিনি বলেন,সারদা চিটফান্ডের নথি যেভাবে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল,ঠিক সেভাবেই এসএসসির নথিও পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সরকার আকন্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।