রাজ্যে এখনও খারাপ ওষুধের ছায়া কাটেনি

বঙ্গবার্তা ব্যুরো,
মেদিনীপুর হাসপাতালের স্যালাইন কাণ্ডের রেশ এখনো কাটেনি। তারপরেই বর্ধমান মেডিকেল কলেছে ওষূধ খেয়ে একাধিক রোগীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।ডাক্তাররা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেন। এই আবহেই এবার দেশের ৯৩টি ওষূধ গুণমান পরীক্ষায় ডাহা ফেল করেছে।তার মধ্যে রাজ্যের ওষুধও আছে।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ৯৩ টি ওষুধ ফেল করেছে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। জানা গেছে স্টেরিলিটি পরীক্ষায় এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬ টি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট এবং আরো কিছু স্যালাইন ডাহা ফেল করেছে।এই সব স্যালাইনে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। অথচ এই সবগুলিই খুব বড় ওষূধ সংস্থার।
তালিকায় ফেল করা ওষুধের মধ্যে আছে,হার্ট, স্নায়ু রোগ, ব্যথার ওষুধ এমনকি শিশুদের সাধারন সর্দি কাশির সিরাপও। এই ঘটনা সামনে আসতেই ্রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নিয়ে অভিযোগ ওঠার পর স্বাস্থ্য দফতর দাবি করেছিল রোগীদের যে স্যালাইন দেওয়া হয় তা পরীক্ষা করার পরেই দেওয়া হয়।কিন্তু সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসার পর ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতর।